শিক্ষার্থী মানিক হত্যা মামলায় পলকের রিমান্ড মঞ্জুর
- By Jamini Roy --
- 09 December, 2024
রাজধানীর শাহবাগ থানায় করা ছাত্রদল নেতা মানিক হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে দাবি করেন, “পলক গুরুতর অসুস্থ। তিনি হাই কমোড ছাড়া লো কমোড ব্যবহার করতে পারেন না।” তিনি আরও বলেন, “পলকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি ইতোমধ্যে ৩১ দিন রিমান্ডে কাটিয়েছেন। যাত্রাবাড়ী থানার একটি মামলায় রিমান্ড চলাকালে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।”
তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ হাদীউজ্জামান রাষ্ট্রপক্ষের সহায়তায় সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। তার দাবি, পলকের জিজ্ঞাসাবাদ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে সহায়ক হবে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। তার মৃত্যু ঘিরে রাজু আহমেদ নামের এক ব্যক্তি ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলায় বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনাসহ ৭৯ জনকে অভিযুক্ত করা হয়। এ মামলার দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলককে।
এদিন একই আদালতে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এবং ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমানসহ গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে রিমান্ডে রাখা হচ্ছে।